বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে: তথ্যমন্ত্রী

কুষ্টিয়ায় তথ্যমন্ত্রীজাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সহায়ক সরকারের প্রস্তাব এবং খালেদা জিয়ার সাজা এ দুই বিষয়কে উছিলা করে বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে। দলের নেতাকর্মীদের সাজা হলে দলের নিবন্ধন বাতিল হয় না। সুতরাং বিএনপি ভোটে অংশ নিতে পারে।’

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না, আবার নির্বাচনে ডাকতেও চায় না। সুতরাং আদালত কোনও অপরাধীকে সাজা দিলে তাকে নির্বাচনের বাইরে রাখা বা না রাখা সরকারের দায়িত্ব না।’

জাসদ সভাপতি বলেন, ‘২০০৯ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং খালেদা জিয়া পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করেছে। বেগম খালেদা জিয়ার সাজা মওকুফ অথবা তথাকথিত সহায়ক সরকারের প্রস্তাব উছিলা আকারে নিয়ে বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে। কারো কথায় সরকারের ভিত নড়ে না, আবার শক্তিশালীও হয় না। সেটা দেখার দায়িত্ব দেশবাসীর।’ তিনি বলেন, ‘নির্বাচন ও আদালতের দরজা সবার জন্য খোলা। কোনও সাজাপ্রাপ্ত ব্যক্তি যদি বিচারপ্রার্থী হন তাহলে উচ্চ আদালতে আইনি লড়াইয়ের অধিকার তার আছে। তবে মনে রাখতে হবে, অপরাধী ছাড়া সবার জন্যই নির্বাচনের দরজা খোলা।’

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।