বেনাপোল সীমান্তে পাচারকারীসহ ৪০ নারী-পুরুষ ও শিশু আটক

যশোরঅবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ইসরাফিল (২৬) নামে এক পাচারকারীসহ  ৪০ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। মঙ্গলবার (১৩ মার্চ ) সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়। বেনাপোল দৌলতপুর ২১ বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক পাচারকারী ইসরাফিল বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে  প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায় বিজিবি। এ সময়  ১৮ জন পুরুষ, ১৪ জন নারী ও ৭ জন শিশুকে আটক করা হয়। এ সময় ইসরাফিল নামে একজন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।