বেনাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বার জব্দ

বেনাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বার জব্দভারতে পাচারের সময় বেনাপোল বন্দর থানার পুটখালি সীমান্তে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার সময় পুটখালী গ্রামে গরুর খাটালের ভেতর থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, বেনাপোল বাজার থেকে স্বর্ণের চালান নিয়ে কয়েকজন স্বর্ণ পাচারকারী পুটখালী গরুর খাটালের মধ্য দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় স্বর্ণ পাচারকারীরা একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পোটলাটির বেতরে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানি কমান্ডার সুবেদার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা স্বর্ণের বারগুলো বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে।