দর্শনা চেকপোস্টে দুই লাখ ১৬ হাজার ডলারসহ আটক আট

ভারত থেকে পাচার হয়ে আসা ২ লাখ ১৬ হাজার ডলারসহ ৮ জনকে চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর চেকপোস্ট থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ১ কোটি ৭৯ লাখ টাকা। রবিবার সকালে ব্যাগ ও লাগেজসহ তাদের আটক করে বিজিবি।

আটক আটজনবিজিবি-৬ এর পরিচালক ইমাম হাসান মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ একটি দল দামুড়হুদার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এসময় ভারত থেকে আসা ৮ বাংলাদেশি নাগরিককে ব্যাগ ও লাগেজসহ আটক করে। তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২ লাখ ১৬ হাজার ১০০ মার্কিন ডলার উদ্ধার করে। এছাড়া লাগেজ থেকে ভারতীয় কাপড়, থ্রিপিচ, শাড়ি ও বিভিন্ন কসমেটিক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ৮ জনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে দামুড়হুদা থানায়। এর সঙ্গে অন্য যারা জড়িত তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের অনেকে গত তিন মাসের মধ্য প্রায় ২০ বার ভারত-বাংলাদেশে আসা-যাওয়া করেছেন। তারা দীর্ঘদিন যাবত চোরাকারবারীর সঙ্গে জড়িত।