অবৈধ অনুপ্রবেশের দায়ে বেনাপোলে শিশুসহ ৩৪ নারী-পুরুষ গ্রেফতার

অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার ৩৪ জনঅবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার পথে শিশুসহ ৩৪ নারী-পুরুষকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । বুধবার (১৮ এপ্রিল ) সকাল সাড়ে ৯ টার দিকে বেনাপোল পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বেনাপোলের পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বাড়ি বাগেরহাট, নড়াইল বরিশাল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের  দিকে যাচ্ছে । এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোল পুটখালী বিজিবি সদস্যরা ৮ জন এবং দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ২৬ জনকে  আটক করে। এদের মধ্যে ১৪ জন পুরুষ, ১৯ মহিলা ও এক জন শিশু রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।