নড়াইলে গোপন বৈঠককালে বিএনপির ৫৮ নেতাকর্মী আটক

নড়াইলনড়াইলে গোপন বৈঠককালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবীর মুরাদসহ বিএনপির দলীয় ৫৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ এপ্রিল) দুপুর ৩টার দিকে কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। নড়াইলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসপি জানান, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে গোপন বৈঠকে অংশ নিতে শুক্রবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বাড়িতে জড় হতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাটি জানার নড়াইল জেলা পুলিশের একটি বিশেষ দল বেলা ৩টার দিকে অভিযান চালিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবীর মুরাদ, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সহ-সভাপতি সাজেদুর রহমান সুজা ও কালিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলুসহ ৫৮ জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম  ও সাধারন সম্পাদক নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম পালিয়ে যান। 

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন জানান, গোপন বৈঠকে  অংশ নিয়ে পালিয়ে যাওয়া বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় নড়াগাতি থানায় মামলা দায়ের করা হয়েছে।