কেসিসি নির্বাচন: আ. লীগের এক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

খুলনা সিটি করপোরেশন নির্বাচনশৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকিরকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকালে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের সই করা একটি চিঠিতে জাহিদ হাসান জাকিরের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
মুন্সি মাহবুব জানান, দলীয় নির্দেশ অমান্য করে সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন জাহিদ হাসান জাকির। তাকে একাধিকবার বলা হলেও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এর মাধ্যমে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সামিল। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলের সব স্তরের নেতাকর্মীদের জাহিদ হাসান জাকিরের সঙ্গে যোগাযোগ না করার আহ্বান জানিয়েছেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান।