‘ঐক্যবদ্ধ ছিলাম না বলে ২০১৩ সালে পরাজয় হয়েছে’

বক্তব্য রাখছেন তালুকদার আব্দুল খালেকনেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল না বিধায় ২০১৩ সালে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বড় পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, ‘আর ঐক্যবদ্ধ থাকায় এবারের নির্বাচনে আওয়ামী লীগের জয় হয়েছে। এভাবে ঐক্যবদ্ধ থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে পদ্মা সেতুসহ দক্ষিণাঞ্চলের সব উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে।’

শনিবার (১৯ মে) দুপুরে মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেককে এই সংবর্ধনা দেওয়া হয়।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে তালুকদার আব্দুল খালেক এমপি নির্বাচিত হন। পরে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করে দলের হয়ে খুলনা সিটি নির্বাচনে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘জয়ের পেছনে মোংলা-রামপালের মানুষের অবদানের কথা মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ রাখবো।’

তিনি আরও বলেন, ‘সিটি মেয়র হলেও মোংলা-রামপালের উন্নয়নের স্বার্থে আমি সবসময় কাজ করে যাবো।’ আগামী ২৬ জুন শূন্য হওয়া তার নির্বাচনি আসন বাগেরহাট-৩  (মোংলা-রামপাল) আসনে তার স্ত্রীকে নির্বাচিত করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

মোংলা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে তালুকদার আব্দুল খালেক পত্মী সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।