সুন্দরবনের ৬ দস্যু বাহিনীর ৫৭ সদস্য বাগেরহাট কারাগারে

৬ দস্যু বাহিনীর ৫৭ সদস্য আত্মসমর্পণ করা সুন্দরবনের ছয়টি দস্যু বাহিনীর ৫৭ জন সদস্য এখন বাগেরহাট কারাগারে। বুধবার (২৩ মে) খুলনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে আনুষ্ঠানিকভাবে ৫৮টি অস্ত্র এবং ২৮৪ রাউন্ড গুলি হস্তান্তর করে তারা আত্মসমর্পণ করে।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ১১টায় তাদেরকে অস্ত্র ও গুলিসহ মোংলা থানায় সোপর্দ করা হয়। এসময় অস্ত্র আইনে র‌্যাব-৬ এর ডি এ ডি কামরুল ইসলাম এবং র‌্যাব-৮ এর ডি এ ডি মো. লুৎফর রহমান বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন। আসামিদের ওইদিন রাতেই বাগেরহাট কোর্টে পাঠানো হয়। কোর্ট পরে আসামিদের বাগেরহাট জেল হাজতে পাঠায়।’

আত্মসমর্পণ করা দস্যু বাহিনীগুলো হলো দাদা ভাই, হান্নান, আমির আলী, সূর্য্য, ছোট শামসু ও মুন্না বাহিনী। এদের বাড়ি মোংলা, সাতক্ষীরা, কয়রা ও রামপাল এলাকায় বলে জানায় র‌্যাব।

উল্লেখ্য, গত ২৩ মাসে সুন্দরবনের ২০ দস্যু বাহিনীর ২১৭ জলদস্যু ৩৬৪টি অস্ত্র ও ১৭ হাজার ৮৬৯ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করে। 

আরও পড়ুন: সুন্দরবনের ৬ দস্যু বাহিনীর ৫৭ জনের আত্মসমর্পণ