টর্নেডোর আঘাতে মোংলায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

মোংলায় টর্নেডোতে উপড়ে পড়েছে গাছটর্নেডোর আঘাতে মোংলার জয়মনি গ্রামে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সোমবার (১৮ জুন) বিকাল ৪টার দিকে ওই ঝড় আঘাত হানে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে  শফিকুল শেখ (৩০) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। দুলাল (৩৫) ও মাসুদ (২৫) নামে দুজন আহত হয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঝড়ে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে গেছে। বিদ্যুতের খুঁটিও হেলে পড়েছে।’

মোংলায় টর্নেডোতে গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে

চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বিকেল ৪টায় হঠাৎ করে বাতাস শুরু হয়। পরে ওই বাতাসের গতি বেড়ে টর্নেডোতে রূপ নিলে দুই থেকে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ সময় নদীতে মাছ ধরছিল কয়েকজন জেলে। তাদের মধ্যে কাসেম শেখের ছেলে শফিকুল শেখকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় দুলাল ও মাসুদ নামে দুজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝড়ের পরপরই ওই এলাকায় ছুটে যান উপজেলা চেয়ারম্যান, ইউএনও এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

ইউএনও রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে আরও জানান, নিখোঁজ শফিকুলকে উদ্ধারে ইতোমধ্যে কোস্টগার্ডকে বলা হয়েছে। দুর্যোগে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন । ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। পর্যায়ক্রমে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। সুন্দরবনের খুব কাছের জনপদ হওয়ায় এ এলাকায় বেশি ক্ষতি হয়েছে।