সাতক্ষীরায় ২ লাখ ৩১ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে





সাতক্ষীরা জেলাসাতক্ষীরার ৭টি উপজেলার ২ হাজার ৩১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ২ লাখ ৩০ হাজার ১৩৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার (১৪ জুলাই) এ টিকাদান কর্মসূচি পালিত হবে। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান এ তথ্য জানান।


তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৭২৮ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ১৫ মাস বয়সী ২ লাখ ৮ হাজার ৪১০ জন শিশুকে একটি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচিতে ৬২১ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং ২১৮ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবেন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন ৪ হাজার ৬২ জন। প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকা প্রদান করা হবে।