মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত, পণ্য খালাস ব্যাহত

মোংলা সমুদ্র বন্দরবঙ্গোপসাগের সৃষ্ট লঘুচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকায় দুযোর্গপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এতে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি সব বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মঙ্গলবার (১৭ জুলাই) সকাল থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোগাপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পস্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে লঘুচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া  উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল ও গভীর সমুদ্রে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অধিদফতর। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা বাংলা ট্রিবিউনকে জানান, চাল, সার, ক্লিংকার এবং পাথরসহ মোট ১০টি জাহাজ বন্দরে অবস্থান করছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবাহওয়ার কারণে সেসব জাহাজে পণ্য খালাস ও বোঝাই ব্যাহত হচ্ছে বলে তিনি জানান।