বেনাপোলে আটটি সোনার বারসহ পাচারকারী আটক

সোনার বার

বেনাপোল চেকপোস্ট কাস্টমসে আটটি সোনার বারসহ মাসুদুর নামে এক পাচারকারীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা সদস্যরা। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনা পাচারকারীকে আটক করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার নিপুন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মাসুদুর কুমিল্লা জেলার দাউদ কান্দি উপজেলার চান্দেরচর গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে ।

তিনি জানান, আটকের পর মাসুদুর তার পায়ু পথে ৫টি সোনার বার আছে বলে স্বীকার করে। পাঁচটি সোনার বার উদ্ধারের পর শুল্ক ও গোয়েন্দা সদস্যদের সন্দেহ হলে তাকে স্থানীয় বেনাপোল বাজারে নিয়ে পেট এক্সে করা হয়। এসময় তার পেটে ৩টি সোনার বারের অস্তিত্ব পাওয়া যায়। এ সময় তারা মাসুদুরকে কলা ও জুস খাইয়ে ওই ৩টি সোনার বারও বের করে।  পাচারকারীর কাছ থেকে উদ্ধার ৮টি সোনার বারের ওজন ৮০০ গ্রাম এবং সিজার মূল্য ৩৬ লাখ টাকা।

 তিনি আরও জানান, শুল্ক ও গোয়েন্দা সদস্যরা উদ্ধার করা সোনাসহ আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে ।