কালীগঞ্জে বোমাসহ দুই বিএনপি কর্মী গ্রেফতার

বিএনপির দুই কর্মী গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে রবিউল ইসলাম (৪০)ও রাশেদ মণ্ডল (৩৯) নামের দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে উপজেলার অনুপমপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন বটতলার নীচ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে ৬টি বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই বিএনপি কর্মীকে দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার জাহিদুল ইসলাম বাদী হয়ে জামায়াত-বিএনপির ১৬ কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০/৩৫ জনকে আসামি একটি মামলা করেছেন। 

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, বিএনপি-জামায়াতের একটি সংঘবদ্ধ দল নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। সে সময় অন্যরা পালিয়ে গেলেও পুলিশ নগর চাপরাইল গ্রামের আব্দুল করিমের ছেলে রবিউল ইসলাম ও আড়ুয়া শলুয়া গ্রামের মৃত বাকের মণ্ডলের ছেলে রাশেদ মণ্ডলকে গ্রেফতার করে। সে সময় ঘটনাস্থল থেকে ৬টি হাতবোমা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পালিয়ে যাওয়া ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়েছে।