বেনাপোলে ৫৮ লাখ টাকার ভারতীয় ওষুধ ও হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

গ্রেফতার

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৮ লাখ টাকার বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ ও ১৩ লাখ হুন্ডির টাকাসহ রনি আহমেদ (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সে পুটখালী গ্রামের আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেলে সীমান্তের পাঁচ ভুলোট থেকে হুন্ডির ১৩ লাখ টাকা ও পরিত্যক্ত অবস্থায় ৫৮ লাখ টাকার ওষুধ উদ্ধার করে বিজিবি।

যশোর ৪৯ ও খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নর অধিনায়ক লেফটেনান্ট আরিফুল হক এবং লেফটেনান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার পরিত্যক্ত অবস্থায় ওষুধ ও হুন্ডির টাকাসহ এক পাচারকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির সদস্যরা শালকোনা ও গাতিপাড়া সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৮ লাখ টাকার বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধ জব্দ করে। অন্যদিকে ২১ বিজিবি’র আওতাধীন পাঁচ ভূলোট সীমান্তে ভারত থেকে পাচার করে আনা হুন্ডির ১৩ লাখ টাকাসহ রনি আহমেদ নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করা হয়েছে।