‘গায়েবি জানাজা শুনেছি কিন্তু গায়েবি মামলা শুনিনি’

 

01খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর বলেছেন, ‘গায়েবি জানাজা হয় কিন্তু গায়েবি মামলা হয়, এটা শুনিনি। পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। যাদের নামে ওয়ারেন্ট রয়েছে, বিভিন্ন মামলায় যাদের নাম রয়েছে পুলিশ তাদেরকেই গ্রেফতার করে আদালতে পাঠায়।’

সোমবার (১২ নভেম্বর) দুপুরে কেএমপি সদর দফতরের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খুলনা প্রেসক্লাবের নির্বাহী কমিটিকে কেএমপির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা ও মতবিনিময় সভা আয়োজন করা হয়।

পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর বলেন, ‘পুলিশ গায়েবি কোনও মামলা করেনি। বিভিন্ন সময়ে সংগঠিত ঘটনার প্রেক্ষিতে ও জননিরাপত্তা বিঘ্নতা নিয়ে মামলা হয়েছে। সে সব মামলায় অভিযুক্তরাই গ্রেফতার হচ্ছে।’

কেএমপি কমিশনার বলেন, ‘নির্বাচনকে ঘিরে অপরাধীদের তৎপরতা বৃদ্ধি পায়। যা প্রতিরোধ করতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। মহানগরীতে প্রবেশ পথগুলোতে নিয়মিত তল্লাশি গতিশীল করা হয়েছে। ওয়ারেন্ট অনুযায়ী আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ জনগণের বন্ধু। তাই সব অফিসারকে বলা হয়েছে, অভিযানকালে সাধারণ ও নিরাপদ মানুষ যেন ভুলক্রমেও হয়রানির শিকার না হয়- সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাবেক সভাপতি এস এম হাবিব ও নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।