ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন তিন অনুষদে ডিন নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ বিভক্ত করে ৮টি অনুষদ করেছে প্রশাসন। আর বুধবার দুপুরে নতুন তিন অনুষদে তিন জন ডিন নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী। গত মঙ্গলবার সন্ধ্যায় অনুষদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। নতুন তিনটি অনুষদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদে ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক নাসিম বানু, জীববিজ্ঞান অনুষদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক এবং বিজ্ঞান অনুষদে গনিত বিভাগের অধ্যাপক এস এম মোস্তফা কামাল। আগামী দুই বছরের জন্য তাদের ওপর এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।all

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ নতুন ডিন নিয়োগের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, এ বছরের ২১ জুন ইউজিসি কর্তৃক সুপারিশকৃত বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ অর্গানোগ্রামের অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এই অর্গানোগ্রামে বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদ করার বিষয় উল্লেখ করা হয়েছিল।

অর্গানোগ্রাম অনুযায়ী, পূর্বের পাঁচটি অনুষদ বিভক্ত করে আটটি অনুষদ করেছে প্রশাসন। এর ফলে এখন আটটি অনুষদের অধীনে ৩৩টি বিভাগ বন্টিত হলো। মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ বিভক্ত করে কলা ও সামাজিক বিজ্ঞান নামের দুইটি অনুষদ করা হয়েছে। দুইটি অনুষদের অধীনে ৫টি করে বিভাগ রাখা হয়েছে।

এছাড়াও, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ থেকে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদ সৃষ্টি করা হয়েছে। বিজ্ঞান অনুষদের অধীন ৩টি বিভাগ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ৫ টি বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদে ৩টি করে বিভাগ রাখা হয়েছে। 

প্রসঙ্গত, আইন ও শরীয়াহ, ধর্মতত্ত্ব ধর্মতত্ব ও ব্যবসায় প্রশাসন অনুষদে কোন পরিবর্তন করা হয়নি। তবে অর্গানোগ্রাম অনুযায়ী প্রজ্ঞাপনে আইন ও শরীয়াহ অনুষদের নাম পরিবর্তন করে আইন অনুষদ করা হয়েছে। এই তিন অনুষদে বিভাগ সংখ্যা অপরিবর্তিত রয়েছে।