খুলনার ৬টি আসনে লাঙ্গল চান ৮ জন

খুলনাএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীক পেতে চান আটজন নেতা। চারটিতে একজন করে ও দুটি আসনে রয়েছেন একাধিক প্রার্থী। এসব প্রার্থীরা ইতোমধ্যেই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জাপার একমাত্র মানোনয়ন প্রত্যাশী হলেন— জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।

খুলনা-২ (সদর ও সোনাডাঙ্গা থানা) আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন— জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান ডলার।

খুলনা-৩ (খানজাহান আলী, দৌলতপুর ও খালিশপুর থানা) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন কিনেছেন বিএনএফ’র নেতা মোস্তাফিজুর রহমান। বিএনএফ জাপার ৫৮ দলীয় জোটের শরীক। তিনি জাপার দলীয় প্রতীকে নির্বাচন করতে আগ্রহী বলে নিশ্চিত করেছেন জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম মধু।

খুলনা-৪ (দিঘলিয়া, তেরখাদা ও রূপসা) আসনে জাতীয় পার্টির হয়ে লড়তে চান— জেলা যুবসংহতির সভাপতি ডা. সৈয়দ আবুল কাশেম ও জেলা জাপার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা উপজেলা) আসনে মনোনয়ন ফরম কিনেছেন— ফুলতলা উপজেলা জাপার আহ্বায়ক সাঈদ মোড়ল।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা উপজেলা) আসনে লাঙ্গল পেতে চান— জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু ও জেলা জাপার সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।

দলীয় সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর এসব প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। যারা দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন তাদের কারোরই সংসদ নির্বাচনে জয়ের ইতিহাস নেই। শফিকুল ইসলাম মধু খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। সুনীল শুভ রায় খুলনা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান।