কুষ্টিয়ায় মনোনয়ন নিলেন পাঁচ নারী

মনোনয়ন প্রত্যাশী পাঁচ নারীকুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ৫ জন নারী মনোনয়নপত্র নিয়েছেন। তারমধ্যে আওয়ামী লীগ ও  বিএনপি থেকে দুই জন করে এবং জাসদ (ইনু) থেকে একজন।

আওয়ামী লীগের দুজন হলেন- বেগম সুলতানা তরুণ। সাবেক এই সংসদ সদস্য কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন। অন্যজন লাইলা আরজুমান বানু। তিনি তুলেছেন কুষ্টিয়া-৩ ( সদর) আসন থেকে। লাইলা আরজুমান বানু সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য।

বিএনপি থেকে যে দুজন মনোনয়ন ফরম তুলেছেন তাদের মধ্যে একজন ফরিদা ইয়াসমিন। তিনি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন। তিনি গতবারও মনোনয়ন ফরম তুলেছিলেন। আরেকজন ফরিদা মনি। তিনি কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু) থেকে কুষ্টিয়া সদর আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছেন কাজী সালমা সুলতানা। তিনি কাজী আরেফ আহমেদের ভাতিজি।

কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি রফিকুল আলম টুকু জানান, সংসদ নির্বাচনে শুধু সংরক্ষিত নারী আসনেই নয়, এর বাইরে থেকেও তাদের নির্বাচনে আসা উচিৎ। কারণ নারীরা আজ অনেক এগিয়েছেন।

সম্মিলিত সামাজিক আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘নারীরা তাদের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন। সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করলে নারীর ক্ষমতায়ন বহুলাংশে বৃদ্ধি পাবে।’

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা তরুণ বলেন, ‘আমি মানুষের কল্যাণে কাজ করি। এমপি থাকাকালে দুই উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছি। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষ যাতে ফের নৌকায় ভোট দেন, সেজন্য কাজ করে যাচ্ছি।’