মাগুরা-২: মনোনয়ন জমা দিয়েই প্রার্থনা সভায় ড. বীরেন শিকদার

01মাগুরা-২ আসনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।মঙ্গলবার (২৫ নভেম্বর) শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন।এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
পরে আড়পাড়া হাইস্কুল মাঠে এক দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। শালিখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফসার উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ড. শ্রী বীরেন শিকদার এমপি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাসুদেব কুন্ডু, শ্যামল কুমার দে, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রাম, আরজ আলী বিশ্বাস, যুবলীগ নেতা রেজাউল বিশ্বাস, বক্তিয়ার লস্কর, আনোয়ার হোসেন ঝন্টু, মুজিবর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর হোসেনসহ অনেকে।