যশোরে আ.লীগ-বিএনপির প্রচারণা শুরু


প্রতীক বরাদ্দের পর যশোর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী কাজী নাবিলের নির্বাচনি প্রচারণা শুরুসংসদ নির্বাচনের জন্য প্রতীক পাওয়ার পর থেকে যশোরে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। 

মণিহার মোড়ে নির্বাচনি প্রচারে কাজী নাবিল আহমেদসোমবার বিকাল ৫টা দিকে যশোর টাউন হল মাঠ থেকে আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের প্রচারণা শুরু হয়েছে। এর আগে কয়েক হাজার নেতাকর্মী নৌকার মিছিল নিয়ে মাঠে সমবেত হয়। পরে প্রার্থী কাজী নাবিল আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

যশোরে নির্বাচনি সমাবেশমিছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা যুবলীগের সেক্রেটারি ও পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সদর উপজেলা কমিটির সভাপতি মোহিত কুমার নাথ, সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু, প্রার্থীর ছোট ভাই কাজী এনাম আহমেদ, যুবলীগ নেতা মঈনুদ্দিন মিটু, হাফিজুর রহমান, আলাউদ্দিন মুকুল, মহিলা লীগ নেত্রী লাইজু জামানসহ দলের বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

47683940_1849102821869166_4758549672040071168_oবিকাল সাড়ে তিনটার দিকে শহরের মণিহার এলাকায় যশোর-৩ সদর আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে জেলা যুবদলের নেতাকর্মীরা মিছিলসহ ভোট প্রার্থনা ও ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এছাড়া তিনি সদরের নতুনহাট, চাঁচড়া, ভাতুড়িয়া, সাড়াপোল, রূপদিয়া এলাকায় গণসংযোগ করেন।

47688056_1849056495207132_3578372532606074880_oতার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সদর বিএনপির সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, সাজ্জাদ হোসেন, আঞ্জুরুল হক খোকন, গোলাম মোস্তফা, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।