সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থীসহ গ্রেফতার চার

 

গ্রেফতার জামায়াতের আমির মাওলানা আব্দুল বারী ও শীষের প্রার্থী এবং জামায়াত নেতা জিএম নজরুল ইসলামসাতক্ষীরা-৪ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা জিএম নজরুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল বারীসহ চারজনকে নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গাজী নজরুল ইসমাইলপুর এলাকার নিজ বাড়িতে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করছেন এই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে গাজী নজরুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল বারী ও শ্যামনগর উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি শেখ আব্দুল বারীসহ তিনজনকে গ্রেফতার করে। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এর আগে সকালে উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রবকে আটক করা হয়।

গ্রেফতার গাজী নজরুলের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।

এর আগে সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ১৩ জন, তালা থানা থেকে ৬ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ৬ জন, আশাশুনি থানা থেকে ৯ জন, দেবহাটা থানা থেকে ৫জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।