ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় শিশুসহ ৮ নারী-পুরুষ আটক

বেনাপোল থেকে আটক আট নারী-পুরুষ ও শিশু

যশোরের শার্শা সীমান্তের শিকড়ী বটতলা মোড় এলাকা দিয়ে মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় এক শিশুসহ ৮ জনকে আটক করেছে বেনাপোল ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় তারা কোনও পাচারকারীকে আটক করতে পারেনি।

আটক অনুপ্রবেশকারীরা হলেন জুথী শেখ (২১), পান্না ইসলাম (১৭),  খেপী রায় (৩৫), আমজাদ মোল্লা (৩৫), মো. সোহেল (১৮), নিতাই চন্দ্র বিশ্বাস (৬৫), শরিফুল শেখ (৩৩) ও শিশু ইমন শেখ (৬)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বেশ কিছু লোক আংরাইল সীমান্ত টপকে বাংলাদেশে ঢুকছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। আটককৃতদের বাড়ি নড়াইল, যশোর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায়। আটক ব্যক্তিদের নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।