বইপড়া উৎসবে মাগুরার চার উপজেলায় ১৫৩ শিক্ষক

Magura P.. School Picমাগুরার ৫০৩টি প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার শিক্ষক-শিক্ষিকা ২১টি স্থানে একযোগে দিনব্যাপী বইপড়া উৎসবে অংশ নিয়েছেন। বুধবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মাগুরা শহরের ২ নম্বর মডেল সরকারি প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ বই পড়া উৎসবের উদ্বোধন করা হয়। সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা এবিএম নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি উৎসবের উদ্বোধন করেন।
কুমারেশ চন্দ্র গাছি জানিয়েছেন, শিক্ষরা যে বই শিক্ষার্থীদের পড়াবেন, তা আগে থেকেই পড়া থাকলে পাঠদানের মান অনেক বৃদ্ধি পাবে। তাই শিক্ষদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গোটা জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার শিক্ষককের জন্য ২১টি স্থানে বইপড়া উৎসবের আযোজন করা হয়েছে।
শিক্ষক রমিম বলেছেন, এভাবে পাঠ গ্রহণের ফলে তারা উপকৃত হচ্ছেন এবং আশা করছেন, সহজে সঠিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করতে সক্ষম হবেন।