বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ট্রেন লাইনচ্যুত (ফাইল ছবি)

ঝিনাইদহের কোটাচাঁদপুর রেলস্টেশনের অদূরে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পরে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কোটাচাঁদপুর স্টেশনে প্রবেশের আগে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস-৭২৬ ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

স্টেশন সূত্রে জানা গেছে, এ ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীবাহী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গা স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অন্যদিকে, খুলনা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী যাত্রীবাহী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি যশোর স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ফলে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, বিকাল সাড়ে ৪টার সময় তালশার রেলগেট অতিক্রম করার পর কোটচাঁদপুরের স্টেশনে প্রবেশের আগে সুন্দরবন এক্সপ্রেস-৭২৬ ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। পরে খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন খুলনা থেকে রওনা দিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছাতে কমপক্ষে দুই ঘণ্টা সময় লাগবে। তারপর উদ্ধারকাজ শুরু হলেও শনিবার সকাল ছাড়া যোগাযোগ স্বাভাবিক হবে না।