খুলনায় দুই শ্রমিকের লাশ উদ্ধার

খুলনাখুলনা ট্রাক টার্মিনাল এলাকার একটি ভাড়া বাসা থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা আউটার বাইপাস রোডের ইদ্রিস আলীর ভাড়া বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

তারা হলেন- খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের হাসানবাগের বাসিন্দা কবির হোসেনের ছেলে মেহেদী হাসান (১৭) ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন এলাকার একটি লেদ কারখানার মিস্ত্রি মো. আক্তার (৪৫)। এর মধ্যে মেহেদীর হাত-পা বাঁধা ও শ্বাসরোধ অবস্থায় পাওয়া গেছে। আর আক্তারের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে ঘরের মধ্য থেকে দুটি লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কোনও ক্লু পাওয়া যায়নি।

জানা যায়, গত ৭ জানুয়ারি বসতির এই ঘরটি ভাড়া নেয় আক্তার হোসেন। এই ঘরে তিনি একাই থাকতেন। ট্রাক স্ট্যান্ডের কাছে আক্তার হোসেনের লেদ মেশিনের দোকানে কাজ করতেন মেহেদী। তিনি নগরীর বয়রা হাসানবাগের এলাকার হুমায়ুন কবিরের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে মেহেদী নিখোঁজ ছিল।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।