ঝিনাইদহে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

কারাদণ্ড

 

ঝিনাইদহের শৈলকুপায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত মাহাবুবুর রহমান বাবু শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের হায়দার আলী শেখের ছেলে। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১১ মার্চ বিকাল ৫টার দিকে আশরাফুজ্জামান লিটু শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে দাঁড়িয়ে ছিল। এসময় দণ্ডপ্রাপ্ত আসামিসহ আরও কয়েকজন লিটুকে কুপিয়ে গুরুতর আহত করে এবং পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০১১ সালের ১২ মার্চ শৈলকুপা থানায় ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে ১নং আসামি মাহাবুবুর রহমান বাবু দোষি প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডাদেশ দেন। বাকী চার আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের এই মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।