পাইকগাছায় পাওয়া ৩২ গ্রেনেড ধ্বংস





সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলখুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরে মাটির নিচে পাওয়া ৩২টি গ্রেনেড ধ্বংস করা হয়েছে। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল এগুলো ধ্বংস করেছে। 

পাইকগাছা থানার ওসি মো. এমদাদুল হক শেখ বলেন, ‘রাতে গ্রেনেডগুলো ধ্বংস করে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল। তবে বিশেষজ্ঞ টিম মতামত না দেওয়া পর্যন্ত কোনও তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। তারা ওই এলাকা পর্যবেক্ষণ ও সেখানে পাওয়া ৩২টি হ্যান্ড গ্রেনেড পরীক্ষা-নিরীক্ষা করার পর বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন। যশোর সেনানিবাসের জিওসি ৫৫ পদাতিক ডিভিশনের মেজর আশফাকের নেতৃত্বে রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় তারা সেখানে পৌঁছান।’

ওসি আরও জানান, শ্রমিকরা রবিবার সকালে চিংড়ি ঘেরের বাঁধ দেওয়ার জন্য মাটি কাটা শুরু করে। এক সময় মাটির ১০ ইঞ্চি থেকে ১ ফুট নিচে পুরাতন একটি কাঠের বাক্সের সন্ধান পায়। পরে ওই বাক্স খুলে ৩২টি গ্রেনেড দেখতে পায়। মাটি চাপা থাকা গ্রেনেডগুলোতে মরিচা ধরা ছিল। ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ে গ্রেনেডগুলো এখানে পুতে রাখা হয়েছিল। থানার এসআই আবুল বাসার ও লিয়াকত আলী ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডগুলো জব্দ করেন। এরপর দুপুরে র‌্যাব-৬ এর বোমা নিষ্ক্রিয়কারী টিম ঘটনাস্থলে আসে এবং পরীক্ষা-নিরীক্ষা করতে না পেরে ফিরে যায়। সন্ধ্যায় যশোর ক্যান্টনমেন্টের জিওসি-৫৫ পদাতিক ডিভিশনের মেজর আশরাফের নেতৃত্বে বোমা বিশেষজ্ঞ টিম পাইকগাছার উদ্দেশ্যে যাত্রা করে। তারা রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে।