নো-ম্যানসল্যান্ডে মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে

অনুষ্ঠানের প্রস্তুতি চলছেবেনাপোল চেকপোস্টের নো-ম্যানসল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের চলছে প্রস্তুতি। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই বাংলার বিশিষ্টজনেরা।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দাওয়াতপত্র দেওয়া শুরু হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসেবে থাকছেন, দুই দেশের স্থানীয়, পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে থাকবেন  যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন, বেনাপোল কাস্টমসের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী, যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল, যশোরের পুলিশ সুপার মঈনুল হক, বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) প্রদোষ কান্তি দাস, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান।

ভারতের পক্ষ থেকে উপস্থিত থাকবেন, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ লোকসভার বিধায়ক শ্রীমত্যা মমতা ঠাকুর, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীনা মন্ডল, সহ-সভাপতি শ্রী কৃষ্ণ গোপাল ব্যানার্জি,  বনগাঁ বিধান সভার বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরসভার প্রধান শঙ্কর আঢ্য, সাবেক পৌরপ্রধান জ্যোৎন্সা আঢ্য ও সিআইসি দমদম পৌরসভার শ্রীমতি রিঙ্কু দে দত্ত।

এছাড়া থাকবেন বাংলাদেশ ভাষা সৈনিকের শামসুল হুদা, বাংলাদেশ ভাষা আন্দোলন কেন্দ্রের পরিচালক এস আর মাহবুব, সংগীত শিল্পী মইনুল আহসান নোবেল, নূর জাহান আলীম, পৌষালী ব্যানার্জি ও অন্যান্য শিল্পীরা।

সকাল সাড়ে ৯টায় নো-ম্যানসল্যান্ডে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে অনুষ্ঠানের শুরু হবে।