চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন: অভিযুক্তকে গ্রেফতারের দাবি

যৌন নিপীড়কের শাস্তির দাবিতে মানববন্ধনসাতক্ষীরায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নে অভিযুক্ত রানা শেখকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে দ্য পোল স্টার পৌর হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ওই স্কুল ছাত্রী সুলতানপুর খালের ধারে খেলা করছিল। এ সময় ইটাগাছা কামারপাড়ার রানা শেখ ফুসলিয়ে তাদের বাড়িতে নিয়ে মেয়েটিকে যৌন নিপীড়ন করে। তার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসলে রানা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ আজও কোনও ব্যবস্থা নেয়নি। আমরা রানাকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে বক্তব্য রাখেন—স্কুলটির প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রবিউল ইসলাম, পৌর হাইস্কুলের প্রধান শিক্ষক অনামীকৃষ্ণ মণ্ডল, শিক্ষক মিতুন নাহার, রেহেনা পারভীন, ইতা রাহা, দীপক কুমার মৃধা, ইয়াহইয়া তমিজী, আমজাদ হোসেন, কবিতা সাহা, মিনতী রানী, সুজিত বিথীকা প্রমুখ।