নড়াইলে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধর

নড়াইলনড়াইলের লোহাগড়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত পুলিশের এসআইকে মারধর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সোমবার (১ এপ্রিল) লোহাগড়া সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

আটক গোলাম রসুল শেখ জনির (২৫) বাড়ি লোহাগড়া পৌর এলাকার পারছাতড়া গ্রামে। তিনি বিশেষ বাহিনীর রেডিও অপারেটর পদে কর্মরত। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস এ তথ্য জানান।

পুলিশ জানায়, আটক জনির ছোট বোন সোমবার লোহাগড়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শেষ হওয়ার আগেই জনি কেন্দ্রে ঢুকতে চায়। এসময় দায়িত্বরত লোহাগড়া থানার পিএসআই শাফায়েত তাকে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জনি ও তার বন্ধু রমজান তাকে মারধর করে। এ ঘটনার পর পুলিশ জনিকে আটক করে লোহাগড়া থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে আটক জনি জানান, পরীক্ষা শেষে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে গেলে পিএসআই সাফায়েত তাকে বাধা দিলে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান,পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার কাজে বাধা দেওয়ায় জনি নামে একজনকে আটক করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।