ঘের দখল নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় নিহত ১





সাতক্ষীরা জেলাসাতক্ষীরার আশাশুনিতে মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোনায়েম হোসেন গাইন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১ মে) সকালে উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর বিলে এ ঘটনাটি ঘটে। নিহত মোনায়েম হোসেন কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের মৃত শাহাজুদ্দীন গাইনের ছেলে।

নিহতের ভাই ইউপি সদস্য গোলাম কাইয়ুম গাইন জানান, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর বিলে প্রায় ২২ বিঘা জমির একটি মৎস্য ঘের নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানা ও ইউপি সদস্য নজরুল ইসলাম গাইনের মধ্যে ২০ বছর ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে নজরুল ইসলামের দখলে থাকা ঘেরটি চেয়ারম্যান সানার গ্রুপের লিটন সানা ও হবি মোল্যাসহ ৪০-৪৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে দখলে নেয়। এরপর বুধবার সকালে ইউপি সদস্য নজরুল ও তার লোকজন ঘেরটির পুনর্দখল করে। চেয়ারম্যানের লোকজন পালিয়ে যাওয়ার সময় নজরুলের পক্ষের লোক মোনায়েম হোসেনকে একা পেয়ে পেছন থেকে মাথায় দা দিয়ে সজোরে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে, খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের চাচা রুহুল আমিন গাইন বাদী হয়ে থানার একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানা জানান, এ ঘটনায় আমি জড়িত নয়। সাবেক ইউপি সদস্য হারুন ওই ঘের দখল নিতে গেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।