আটক ওই দিন তরুণ হলো—রাসেল (২০), রানা (১৯) ও নুরন্নবী (২০)। রাসেল শহরের ঘোপ সেন্ট্রাল রোড, রানা ঘোপ জেল রোড ও নুরন্নবী ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা।
ডিবির এসআই বিপ্লব রায় জানান, তাদের কাছে খবর ছিল কয়েকজন বোমা নিয়ে শহরে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের খবরের ভিত্তিতে ঘোপ সেন্ট্রাল রোডে পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারের পেছন থেকে আটটি তাজা ককটেলসহ তিনজনকে আটক করা হয়।
ডিবির ওসি মারুফ আহমেদ বলেন, ‘এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।’