নাটোরে ট্রেনের চোরাই জ্বালানিসহ গ্রেফতার ৪

চোরাই ডিজেলসহ আটক চার ব্যবসায়ী

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় ২ হাজার ১শ’ লিটার ট্রেনের চোরাই জ্বালানিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নাটোর র‌্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসপি রাজিবুল আহসান জানান, ট্রেনের জ্বালানি চোরচক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতার করার জন্য বেশ কিছু দিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত রাত সাড়ে তিনটার দিকে নাটোর র‌্যাব অফিসের একদল সদস্য লালপুরের আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান নেয়। এ সময় ১০ ড্রাম ও ৪ জার ভর্তি ২ হাজার ১শ’ লিটার ট্রেনের চোরাই জ্বালানি (ডিজেল) জব্দ শেষে চারজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তিদের কাছ থেকে ৫টি সিমকার্ড ও দুটি মেমোরি কার্ডসহ ৪টি মোবাইল ফোন, চোরাই জ্বালানি ব্যবসায় ব্যবহৃত দু’টি নছিমন এবং ৬৫ হাজার ৮শ’ টাকা জব্দ করেছেন র‌্যাব সদস্যরা।

জব্দ চোরাই ডিজেল

আটক ব্যক্তিরা হলো, লালপুর উপজেলার গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে হাফিজুল ইসলাম ওরফে রাজিব (৩২), পোকন্দা গ্রামের মৃত আকবর আলী প্রামাণিকের ছেলে লালন (৩২), গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে আক্কাস আলী (৪৮) এবং একই গ্রামের পলানের ছেলে মাখন (৩০)।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জ্বালানির চোরাই ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে। এটা প্রক্রিয়াধীন রয়েছে।

এক প্রশ্নের জবাবে এএসপি রাজিবুল আহসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্বালানি (ডিজেল) বিক্রির জন্য তারা ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সামনে স্বীকার করেছে।