দুর্বৃত্তের গুলিতে নিহত আ.লীগ নেতা নজরুলের দাফন সম্পন্ন




সাতক্ষীরায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে কুচপুকুরে নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাজাহান আলী, আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, যুবলীগের সভাপতি সামছুর রহমান।

এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও এলাকার সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। সোমবার (২২ জুলাই) সদর উপজেলার কুচপুকুর গ্রামের মৃত নেছার আলির ছেলে নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে কদমতলা বাজার থেকে বাড়ি যাওয়ার সময় কাসেমপুর স্টোন ব্রিকস্ নামক স্থানে হামলার শিকার হন। দুর্বৃত্তদের দুই রাউন্ড গুলিতে তিনি নিহত হন।

 

আরও পড়ুন:
সাতক্ষীরায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রাণ বাঁচাতে ৩ মাস থানায় রাত কাটিয়েছিলেন নজরুল!