মাগুরায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

মাগুরামাগুরা সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামে সামাজিক দলাদলি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কবির আলি মীর (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। কবির আলি মীর ওই গ্রামের জুনাব আলি মীরের ছেলে।

এলাকাবাসী জানান, সামাজিক দলাদলি নিয়ে সিংহডাঙ্গা গ্রামের খোরশেদ মীর এবং বেলাল শেখের সঙ্গে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। জমির আইল কাটা ও ক্ষেতে নিড়ানি দেওয়া নিয়ে বুধবার উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বেলা ৩টার দিকে গ্রামের মধ্যে পাট ধোয়ার কাজে ব্যস্ত খোরশেদ মীরের ভাই কবির মীরসহ অন্যদের ওপর হামলা চালায় বেলাল শেখের নেতৃত্বে কয়েকজন। তাদের ধারালো অস্ত্রে কবির মীর, আবেদ আলি মীর, বাবলু মীর, ওলিয়ার রহমান, নায়েব আলি, হাসান মোল্যা, হাতেম আলি মীর এবং বেলাল শেখসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে, কবির আলি মীর মারা যান। অন্যদের মধ্যে আবেদ আলি মীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মামলা প্রক্রিয়াধীন। প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছি।’