এএসপির বাসায় ট্রেনিং ফায়ারিংয়ের গুলির আঘাত

খুলনা

খুলনায় পুলিশ ট্রেনিং ফায়ারিংয়ের লক্ষ্যভ্রষ্ট গুলি জানালা ভেদ করে এক এএসপির বাসায় আঘাত করেছে। রবিবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা জেলা পুলিশের এএসপি আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘খুলনা পিটিসি থেকে তার বাসার দূরত্ব ১ কিলোমিটার। গুলিটি তার বাসার রান্নাঘরের জানালার গ্লাস ভেঙে ডাইনিং রুমের সিলিং ফ্যানে লাগে। তখন ডাইনিং রুমে তার দুই সন্তান ছিল। তারা আতঙ্কিত হয়ে পড়ে। তার স্ত্রীও আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে তিনি বাসায় ছুটে যান।’

এএসপি আনিসুর রহমান জানান, খানজাহান আলী থানা পুলিশ বাসায় এসে গুলিটি জব্দ করে নিয়ে গেছে। মহানগরীর খানজাহান আলী থানা‌র খুলনা পি‌টি‌সির ফায়ারিং রেঞ্জে রবিবার খুলনা মেট্রোপলিটন পু‌লিশের (কেএম‌পি) ফায়া‌রিং ট্রেনিং ছিল। ওই ট্রেনিং থেকে রাইফেলের গু‌লি লক্ষ্যভ্রষ্ট হয়ে ফুলবা‌ড়ি‌ কে‌ডিএ আবা‌সিকের ৬৫ নম্বর বা‌ড়ির দ্বিতীয় তলায় তার বাসাতে আঘাত হানে।’