পিতলের পুতুলসহ চার জিনের বাদশা গ্রেফতার

পিতলের পুতুলসহ গ্রেফতার কথিত চার জিনের বাদশা

মাগুরা থেকে একটি পিতলের পুতুলসহ কথিত চার জিনের বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার শালিখা উপজেলার সীমাখালী এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে পিতলের পুতুলকে সোনার মূর্তি বলে বিক্রি করে মানুষকে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে শালিখা থানায় মামলা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম এ কথা জানান।

গ্রেফতার চারজন হলো, টগর মোল্লা, বাবার আলী, আরিফ ও আব্দুল গনি। তাদের বাড়ি শালিখা উপজেলার বিভিন্ন গ্রামে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, তারা মানুষকে বিপুল অর্থ সম্পদের মালিক বানানোর স্বপ্ন দেখিয়ে পিতলের পুতুলকে সোনার মূর্তি বলে বিক্রি করে মোটা অংকের পাকা হাতিয়ে নিতো। মঙ্গলবারও চক্রটি সীমাখালী এলাকায় একটি পরিবারের সঙ্গে একইভাবে প্রতারণার চেষ্টা করছিল। এসময় এক ব্যক্তি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শালিখা থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পিতলের পুতুলসহ কথিত চার জিনের বাদশাকে গ্রেফতার করে। পুলিশি জ্ঞিাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করে।