বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী এবারত আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত এবারত আলী বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত হাসেম শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০০২ সালের ৯ ডিসেম্বর রাতে স্ত্রী সেলিমা বেগমকে কয়েক দফা মারধর করেন এবারত আলী। ওই দিন ভোররাতে সেলিমা বেগম মারা যান। পরদিন বিকালে নিহত সেলিমা বেগমের বাবা রুস্তুম আলী বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় এবারত আলীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৩ সালের ৭ এপ্রিল বাগেরহাট মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস এবারত আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। প্রায় ১৭ বছর ধরে সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার আদালত ওই রায় দেন।