গাংনীতে চার মাদক বিক্রেতা আটক, ট্রাক জব্দ

 

ফেনসিডিলসহ আটক চার জনমেহেরপুরের গাংনীতে ৪৬০ বোতল ফেনসিডিলসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে তাদেরকে আটক ও মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

আটকরা হলো, রাজশাহীর বাঘা উপজেলার নুরু সরদারের ছেলে ট্রাকের চালক রাজিব সরদার, মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের জামরুল ইসলামের ছেলে টিপু, একই গ্রামের সদর আলীর ছেলে স্বপন ও আয়ুব আলীর ছেলে আবেদ।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মাদক বিক্রেতারা ট্রাকে করে সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশের একটি টিম আকুবপুর এলাকায় অবস্থান নেয়। তারা যানবাহনে তল্লাশি চালায়। তখন ট্রাকে (কুষ্টিয়া ট- ১১- ২০০৯) তল্লাশিকালে চালকের টুল বক্সে তিনটি বস্তায় রাখা ৪৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ট্রাকটি জব্দ ও চার জনকে আটক করা হয়।