দলিল জালিয়াতির মামলায় দুই আসামি কারাগারে

বাগেরহাটবাগেরহাটে টিপসই জাল করে জমি দলিলের মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবীর পারভেজ এই আদেশ দেন।

দুই আসামি হলো- কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত. সাহেব আলীর ছেলে শেখ হুমায়ুন কবির (৫০) ও একই গ্রামের সামছুল হকের ছেলে মো. ছালাম পাইক (৪৫)।

বাদী পক্ষের আইনজীবী জাহিদ হোসেন জানান, ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর আসামিরা দাতার টিপসই জাল করে একটি জাল দলিল করে। এ ঘটনার পর কামরুজ্জামান হাওলাদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আদালত দলিলটির দাতার আঙ্গুলের ছাপ পরীক্ষার জন্য ঢাকা ল্যাবে পাঠিয়েছে। ল্যাবে আঙুলের ছাপ জাল প্রমাণিত হওয়ায় ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে ওই দুই আসামিকে জেল হাজতে পাঠানো হয়।