ডেঙ্গু প্রতিরোধে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে: হানিফ

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন মাহবুব-উল আলম হানিফআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনও অবহেলা নেই। ডেঙ্গু প্রতিরোধে সরকার সর্বদা চেষ্টা চালাচ্ছে। তবে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) কুষ্টিয়ায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘জেলা পর্যায়ে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে। এ নিয়ে সরকারের নির্দেশে স্থানীয় পর্যায়ে সব প্রশাসন একসঙ্গে কাজ করছে। আশা করছি, অল্প কিছুদিনের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে।’

তিনি আরও বলেন, ‘মানুষকে আরও সচেতন করতে হবে। সারাদেশে সরকারের পক্ষে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার কাজ চলমান থাকায় এরইমধ্যে ঢাকাসহ বড় বড় শহরে ডেঙ্গু রোগী কমে এসেছে। কিন্তু জেলা পর্যায়ে ডেঙ্গু উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে।’

এসময় উপস্থিত ছিলেন— কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রশনারা বেগম, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুন নাহার বেগম, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মুসতানজিদ প্রমুখ।