চুয়াডাঙ্গায় স্বর্ণপাচার মামলায় একজনের যাবজ্জীবন

কারাদণ্ডচুয়াডাঙ্গায় স্বর্ণপাচারের মামলায় সেলিম মিয়া (২৪) নামে এক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। সেলিম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আবদুল কাদেরের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর ভোরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির টহল দল চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে সেলিমকে আটক করে। এ সময় তার পায়ে থাকা স্যান্ডেলে বিশেষভাবে লুকানো দুটি বড় ও আটটি ছোট স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন এক কেজি ৬৪৮ গ্রাম; যার বাজার মূল্য ছিল ৬৩ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির হাবিলদার শওকত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ রফিকুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর সেলিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন। এসময় জব্দ স্বর্ণ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও আদেশ দেন আদালত।