চুনকুড়ি ও পশুর নদ দখল, জি-গ্যাসকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা




নদী দখল করে জি-প্যাকের এলপিজি প্ল্যান্টখুলনার দাকোপ উপজেলার চুনকুড়ি ও পশুর নদ দখল করে এলপিজি প্ল্যান্ট স্থাপনের দায়ে এনার্জি প্যাকের প্রতিষ্ঠান জি-গ্যাস কোম্পানিকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান এ অভিযানে নেতৃত্ব দেন।

এসময় পরিবেশ অধিদফতর, ফায়াস সার্ভিসসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জি-প্যাককে জরিমানানির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান জানান, দুই নদের প্রায় ৯৩ শতক জমি দখল করে এলপিজি প্ল্যান্ট নির্মাণ করেছে জি-গ্যাস। এটি এনার্জি প্যাকের একটি প্রতিষ্ঠান। নদী দখল করায় পরিবেশ আইনে তাদের ১০ লাখ টাকা এবং মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করার কারণে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।