সাতক্ষীরা পৌর যুবলীগের সাবেক সভাপতি তুহিন গ্রেফতার

তুহিনুর রহমান তুহিনসাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়া জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা বিশেষ গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, ‘তুহিন শহরের সংগ্রাম টাওয়ারে জেন্টস পার্লারের নামে অবৈধ কার্যকলাপের কেন্দ্র গড়ে তুলেছিল। তার বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা রয়েছে। কিছুদিন ধরে তুহিন পলাতক ছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮ জনকে আটক করে পুলিশ। হোটেলটি পরিচালনা করেন যুবলীগ মাহি গ্রুপের পৌর শাখার সভাপতি তুহিনুর রহমান তুহিন। পরে ওই দিন রাতেই তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেন।