বুলবুলের আঘাতে সুন্দরবনে অবকাঠামোগত ক্ষতি ৪০ লাখ টাকা

সুন্দরবনঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সুন্দরবনের অভ্যন্তরে বিভিন্ন অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন বিভাগের হিসাব মতে, এই ক্ষতির পরিমাণ ৩৯ লাখ ৬০ হাজার টাকা। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান এ তথ্য জানান।

পূর্ব বনবিভাগ জানায়, বুলবুলের আঘাতে বনের মধ্যে আবাসিক ভবন ৬টি, অনাবাসিক ভবন ১৭টি, জেটি ১০টি, জলযান ৩টি, ওয়াচ টাওয়ার ও গোলঘরসহ আরও ১৯টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ৩৯ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে চাঁদপাই রেঞ্জে ১০ লাখ ৪০ হাজার টাকা, শরণখোলা রেঞ্জে ২৭ লাখ ২০ হাজার এবং সদর রেঞ্জে (মোংলা) ২ লাখ টাকা।

এ বিষয়ে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি ইতোপূর্বেও সুন্দরবন কাটিয়ে উঠেছে বলে আমরা দেখেছি। তবে সুন্দরবন মানবসৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না। এর জন্য সরকারকে আরও আন্তরিক হতে হবে। সুন্দরবনের পাশে তাপবিদ্যুৎকেন্দ্রসহ সব ধরনের শিল্প-কারখানা নির্মাণ বন্ধ করতে হবে।’

ডিএফও মো. মাহমুদুল হাসান বলেন, ‘বুলবুলের কারণে সুন্দরবনে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। গাছের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ চলছে।’