৫ দিন পর খুলনায় বাস চলাচল শুরু

খুলনায় বাস চলাচল শুরুপাঁচ দিন পর খুলনায় বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীরা স্বস্তি ফিরে পেয়েছেন। বাস চালকদের ধর্মঘটের কারণে রবিবার (১৭ নভেম্বর) সকাল থেকে সব ধরনের বাস-মিনিবাস ও পরিবহন চলাচল বন্ধ ছিল। এদিকে, বাস মালিক ও মটোর শ্রমিক ফেডারেশনের বৈঠক শুক্রবার সকাল ৯টায় ঢাকার সেগুনবাগিচায় শুরু হয়েছে।

খুলনা জেলা মটোর শ্রমিক ইউনিয়নের সহকারী সম্পাদক জিয়াউল হক মিঠু বলেন, শুক্রবার ভোর থেকেই খুলনায় বাস চলাচল শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস চলাচলও বাড়তে থাকে। সকাল ১০টার মধ্যে প্রায় সব রুটেই বাস চলাচল স্বাভাবিক হয়ে আসে।

খুলনা জেলা মটোর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী নুরুল ইসলাম বেবী বলেন, ফেডারেশনের মুলতবি বৈঠক শুক্রবার সকালে শুরু হয়েছে। বৈঠক শেষে পরবর্তী করণীয় ও সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, ‘মটোর শ্রমিকরা সড়ক পরিবহন নিয়ে তৈরি নতুন আইনকে শ্রদ্ধা জানায়। কিন্তু এ আইনের কতিপয় ধারা ও বিধান সরাসরি মালিক ও শ্রমিকদের ওপর আঘাত করছে। সেগুলোকে সংশোধন করার দাবিতে চালকরা এ ধর্মঘট পালন করেন। এর মধ্যে গাড়ির চালকদের জন্য করা জরিমানার বিধান, বাণিজ্যিক ছোট ছোট গাড়ি নিয়ে করা বিধান, আইনে জামিন না দেওয়ার বিধান, মালিকদের ওপর আরোপিত জরিমানার বিধান সংশোধন করা প্রয়োজন। ঢাকার চলমান বৈঠকে এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এ কারণে ২১ নভেম্বর শুরু হওয়া ফেডারশনের বৈঠকটি মুলতরি করা হয়। বৈঠকটি শুক্রবার ফের শুরু হয়েছে।’