ট্রাকের পেছনে ট্রেনের ধাক্কা, আহত ৫

যশোরযশোরের নওয়াপাড়ায় পাথর বোঝাই একটি ট্রাকের পেছনে খুলনাগামী মহানন্দা ট্রেন আঘাত করেছে। এতে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা পাঁচ যাত্রী আহত হন। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পাঁচকবর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ট্রেনযাত্রীদের মধ্যে ২ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি রয়েছেন। আরও একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুর রহমান বলেন, ‘ট্রাকের পেছনে আঘাত করার পর ট্রেনের পাঁচ যাত্রী আহত হয়েছেন।  তাদের অভয়নগর স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত নেওয়া হয়। সেখান থেকে কৃষ্ণপদ দাস (৩০) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর রবিউল ইসলাম (২০) নামে একজন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তিন জনকে খুলনায় স্থানান্তর করা হয়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজন ভর্তি হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।  এরা হলেন নয়ন সরকার (২১) ও সুব্রত মণ্ডল (২০)।

নওয়াপাড়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পাঁচকবর এলাকায় ভৈবর নদের একটি ঘাট থেকে পাথর বোঝাই করে একটি ট্রাক যশোর-খুলনা মহাসড়কে ওঠার জন্য রেলক্রসিং পার হচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা মেইল ট্র্রেন সেখানে পৌঁছে। এ সময় ট্রাকের পেছনের দিকে ট্রেনের ধাক্কা লাগে। এতে ট্রেনের পাঁচ যাত্রী আহত হন। এরা নওয়াপাড়া স্টেশনে নামার জন্য ট্রেনের দরজার সামনে অপেক্ষায় ছিলেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) এসআই তারিকুল ইসলাম জানান, ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। আহতদের নওয়াপাড়া ও খুলনায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুজ্জামান বলেন, ‘চাপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসটি নওয়াপাড়ায় পৌঁছুলে দুর্ঘনাটি ঘটে।’