নিখোঁজের ৫ দিন পর মাদ্রাসাছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

নিহত আল-আমিন

ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর আল-আমিন (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের বাড়ির পেছনের একটি কচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

সে আড়পাড়া বিশ্বাসপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গত ৩০ নভেম্বর শনিবার রাতে বাড়ির পাশে আড়পাড়া দরগা এলাকায় ওয়াজ মাহফিল শুনতে গিয়ে সে নিখোঁজ হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস।

আল-আমিনের চাচা ফারুক হোসেন জানান, তার ভাইয়ের ছেলে আল-আমিন বাড়ির পাশে ৩০ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওয়াজ মাহফিল শুনতে যায়। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার দুপুরে তার গলা কাটা মৃতদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, আল-আমিন স্থানীয় একটি মাদ্রসায় হাফেজি পড়ছিল।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। বুধবার দুপুরে তার লাশ পুলিশ একটি  বাড়ির পেছন থেকে উদ্ধার করে। তবে কি কারণে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।