মোংলা ও সুন্দরবন এলাকা মুক্ত দিবস আজ

f98a451a56637d167095ab2bff7c619e-5843a7f5aa8d9আজ ৭ ডিসেম্বর (শনিবার) মোংলা ও সুন্দরবন এলাকা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদারদের হটিয়ে এই এলাকা মুক্ত করে।

মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ আব্দুর রহমান বলেন, ‘৯নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, সাব সেক্টর কমান্ডার মেজর জিয়া উদ্দিন আহমদ ও কবির আহমেদ মধুর নেতৃত্বে এখানকার মুক্তিযোদ্ধারা সুন্দরবনে পাঁচটি ক্যাম্প স্থাপন করে।’

তিনি আরও বলেন, ‘সেনা কর্মকর্তাদের তত্ত্বাবধায়নে এই ক্যাম্পগুলোতে যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হতো। আর সুবিধা মতো আক্রমণ করা হতো মোংলা, রামপাল, শরণখোলা, মোড়েলগঞ্জ, পিরোজপুরসহ বিভিন্ন এলাকার পাকিস্তানি বাহিনীর ক্যাম্পগুলোতে। মোংলা বন্দরে থাকা পাকিস্তানি হানাদারদের যুদ্ধ জাহাজও ধ্বংস করা হয়।’